ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান জয়ী হয়েছেন। তিনি পৌরসভার নয়টি ভোটকেন্দ্রে ২৯৯৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোকাররম হোসাইন ২৩৬৯ ভোটে পরাজিত হন। বর্তমান পৌর মেয়র উপজেলা যুবলীগের সভাপতি (বহিষ্কৃত) আলমগীর সরকার ২৩০১ ভোট পেয়ে তৃতীয় হন। ভোট চলাকালে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তবে দুই জন যুবক জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক হন মোট ১২ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোস্তাফিজুর রহমান নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সংরক্ষিত আসনের সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ প্রমুখ।
Development by: webnewsdesign.com