ঢাকা থেকে প্রকাশিত ও বহুল প্রচারিত দৈনিক আমার সংবাদ পত্রিকার নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন হয়েছে। রবিবার সকাল ১০ টায় স্থানীয় সংবাদ কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিনিধি আব্দুল আলিম এর নেতৃত্তে পৌর শহরে বর্ণাঢ্য র্যালী প্রদর্শন করেন। র্যালী শেষে স্থানীয় ওয়াপদা রেস্ট হাউজে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার পূর্বে আমন্ত্রিত অতিথি ও সংবাদ কর্মীদের ফুল দিয়ে বরণ করা হয়। সকাল ১০.১৫ মিনিটে দোয়া মাহফিল শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ঠ সমাজ সেবক ও নব-নির্বাচিত পৌর মেয়র ইকরামুল হক। অনান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আকতারুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ এর প্রদিনিধি এস.আই কামাল হোসেন, দৈনিক মানবজমিন ও ডেইলি অবজারভার পত্রিকার পীরগঞ্জ প্রতিনিধি আজম রেহমান, দৈনিক জনকষ্ঠ পত্রিকার পীরগঞ্জ প্রতিনিধি মোঃ মোশাররফ হোসেন, প্রতিনিধি আব্দুল আলিম, বিজয় টিভি ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, মামুনুর রশিদ মিন্টু, দৈনিক দিনকাল প্রতিনিধি আজিজুল হক, জাগরনী টিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মাসুদ রানা মাসুম প্রমুখ।
Development by: webnewsdesign.com