Recent News

ঢাকা : ৭১-এ মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডর ও বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বীর উত্তম বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার দলটির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালিত হয় জাতীয় প্রেসক্লাবের সামনে।

সকাল থেকেই ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ অংশ থেকে কেন্দ্রীয় ও অঙ্গ-সংগঠেনর নেতাকর্মীরা মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে জোড়ো হতে শুরু করে। এসময়ই সড়কের এপাশ থেকে ওপাশে মিছিল নিয়ে যেতে বাঁধা দেয় নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত পুলিশ সদস্যরা।

মেট্রো রেল নির্মাণকাজের কারণে জাতীয় প্রেসক্লাবের সামনের একটি সরু পথ খোলা রাখা হয় পথচারিদের সড়কের এপাশ থেকে ওপাশে যাতায়াতের সুবিধার্থে। বিক্ষোভ কর্মসূচির কারণে এ পথটি নিরাপত্তার কারণে বন্ধ রাখে পুলিশ। বিএনপি নেতাকর্মীরা এ সরু পথ দিয়েই সড়কের ওপাশে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করতে চাইলে পুলিশ বাঁধা দিয়ে অন্য পথ ঘুরে আসতে নির্দেশ দেয়।

পুলিশের বাঁধায় বিক্ষুব্ধ হয়ে উঠে নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ধাওয়া দিলে নেতাকর্মীরা পাল্টা ধাওয়া দেয়। এতে বেশ কিছু সময় দুই পক্ষের মধ্যও কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রনে আসার পর পুলিশ ঐ সরু পথটি খুলে দেয়। নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনের একপাশের সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করছে।

দলটির কেন্দ্র ঘোষিত কর্মসূচি এখনো চলছে….

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *