
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৩ জুলাই ২০২২ | প্রিন্ট
৯৯৯ টাকায় পদ্মা সেতুতে ভ্রমণ
-ফাইল ছবি
৯৯৯ টাকায় পদ্মা সেতু ও ভাঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ভ্রমণের বিশেষ প্যাকেজ ঘোষণা বাংলাদেশ পযর্টন কর্পোরেশনের ।
মঙ্গলবার (১২ জুলাই) বাংলাদেশ পযর্টন কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো: জিয়াউল হক হাওলাদার জানান ৫০ শতাংশ ডিসকাউর্টে ২২ জুলাই আধুনিক এসি টুরিস্ট কোস্টারে এই ট্যুর হবে ।
ভ্রমণের জন্য আগেই প্যাকেজ বুকিং করতে হবে । এজন্য ০১৯৪১৬৬৬৪৪৪ এই নম্বরে কল দিলে একটি বিকাশ নম্বর দেওয়া হবে । অথবা বাংলাদেশ পযর্টন কর্পোরেশনের আগারগাঁওয়ে অবস্থিত পযর্টন ভবনে এসেও ভ্রমণ মূল্য পরিশোধ করা যাবে । আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বুকিং নেওয়া হবে । ভ্রমনের দিন (২২ জুলাই ) বিকেল সাড়ে ৩ টায় আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ পযর্টন কর্পোরেশনের পযর্টন ভবনের নিচতলায় আসতে হবে । পৌনে ৪টায় আসনগ্রহন এবং ৪টায় ভ্রমণ শুরু করা হবে ।
দিনের আলোয় পদ্মাসেতু ও ভাঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে নান্দনিক ভাঙ্গা চত্বরে উপস্থিত হওয়ার পর সেখানে বৈকালিক স্ন্যাক্স দেওয়া হবে । সন্ধ্যা ৭টায় আলোকসজ্জিত পদ্মাসেতু হয়ে ঢাকায় ফিরে আসবে আধুনিক এসি টুরিস্ট কোস্টার বাস । রাত ৯টায় ট্যুর শেষ হবে ।
Posted ২:০৯ অপরাহ্ণ | বুধবার, ১৩ জুলাই ২০২২
dhakanewsexpress.com | Masud Rana