৪৬ নং ওয়ার্ডের দরিদ্র ও অসহায় পরিবারের পাশে ফুটবলার তাসিন । ঢাকা আবহানী লিঃ দলের ফুটবলার ও গেন্ডারিয়া থানা ছাত্রলীগের অন্তভুক্ত ৪৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আরাফাত হোসেন তাসিন নিজ উদ্যোগে এবং গেন্ডারিয়া সচেতন যুব সমাজের সহযোগিতায় ২০০ হতদরিদ্র ও অসহায় পরিবারকে খাদ্য দ্রব্যাদি বিতরন করেছেন ৷
তাসিন বলেন,সারা বিশ্বের এই মহামারী করোনা (কোভিড-১৯) দূর্যোগপূর্ন সময়ে প্রতিটি মানুষের জীবিকা নির্বাহ বন্ধ হয়ে গিয়েছে ৷ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন গরিব ও দিনমজুর মানুষ গুলো ৷
তাই আমি চেষ্টা করেছি তাদের পাশে দারানোর জন্য, আল্লাহ তা’লা র অশেষ রহমতে ২০০ পরিবার কে এক মুঠো খাদ্য হাতে তুলে দিতে পেরেছি এবং কোথাও মানুষ জড়ো করে খাদ্য বিতরন করিনি, আমি নিজে উপস্থিত হয়ে যার যার স্থানে খাদ্য পৌছে দেবার চেষ্টা করেছি ৷ এরজন্য আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি ৷
৪৬নং ওয়ার্ডের দরিদ্র ও অসহায় পরিবারের পাশে তাসিন-ছবি জনি
বিশেষ ভাবে ধন্যবাদ জানাই যারা আমার পাশে দাড়িয়ে সহযোগিতা করেছেন, তাদের মধ্যে অন্যতম দুজন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার এবং গেন্ডারিয়া সোনালী অতীত এর সভাপতি মোঃ আতাউর রহমান খাঁন আতা ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম লিটন ৷
আমার সাথে রাত-দিন পরিশ্রম করেছেন ৪৬ নং ওয়ার্ডের সাবেক ও বর্তমান ছাত্রলীগ ৷ এলাকার সকল সার্মথবানদের আহ্বান করব গরিব দুখিঃদের পাশে এগিয়ে আসুন ৷
আমরা মানুষ মানুষের জন্য ৷ আল্লাহ আমাদের সকলকে এই দুর্যোগ থেকে রক্ষা করুক ৷
Development by: webnewsdesign.com