শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক রায়পুরা উপজেলা শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন।
আজ বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২০ তারিখ বিদ্যুৎ বিভাগের আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ২টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ১১টি গ্রিড উপকেন্দ্র,৬ টি সঞ্চালন লাইন এবং নরসিংদী জেলার রায়পুরাসহ ৩১ টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
ভিডিও কনফারেন্সে নরসিংদী জেলা প্রান্ত থেকে নেতৃত্ব দেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
কার্যক্রম উদ্বোধন কালে প্রধানমন্ত্রী মুজিববর্ষে দেশের সকল প্রান্তে শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করণের নির্দেশনা প্রদান করেন।
বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয়ী হওয়ার জন্য ব্যবহার কারীদের প্রতি আহবান জানান।
প্রধানমন্ত্রী কর্তৃক শুভ উদ্বোধন কার্যক্রম সমাপনান্তে, রায়পুরা উপজেলার শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে সম্পূর্ণ নরসিংদী জেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসায় নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট
সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
Development by: webnewsdesign.com