
সাইদুজ্জামান সোহেল, হোমনা উপজেলা প্রতিনিধি : শীতের সকালে রাস্তার পাশে জমিয়ে রাখা শুকনো খড়ের গাদায় আকস্মিক ভয়াবহ আগুনে গৃহস্থ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
গতকাল ৩১ জানুয়ারি, সোমবার হোমনা উপজেলার ৫নং আসাদপুর ইউনিয়নের কালু সরকারের বাড়ির পাশের রাস্তায় জমিয়ে রাখা খড়ের গাদায় আকস্মিক ভাবে আগুন লাগে। স্থানীয় মানুষ, গৃহস্থ পরিবার ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আকস্মিকভাবে খড়ের গাদায় আগুন লাগার বিষয়ে সিগারেটের আগুন থেকে এর সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
আগুন নিয়ণ্ত্রণে আসলেও খড়ের গাদা পুড়ে গিয়ে গৃহস্থ বাড়ি ক্ষতিগ্রস্থ হয়।