বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ হিজলা উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার (১০ ফেব্র“য়ারী) দুপুরে নতুন বাজার সংলগ্ন সংগঠনের সভাপতির কার্যালয়ে সর্ব সম্মতিক্রমে এই কমিটি ঘোষনা করা হয়। এতে মো. ফরিদ হোসেন শিকদারকে সভাপতি এবং সরদার ইব্রাহিম আহম্মেদকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। জেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি শাহজাহান হাওলাদার সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এ কমিটি অনুমোদন দেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি মো. আব্দুস সামাদ আজাদ, সহসভাপতি মো. আলমগীর ব্যাপারি, কাঞ্চণ শিকদার, মাসুদ সরদার, মো. আলাল সরদার, মো. সিরাজ সরদার, মো. রফিক বাড়ী, যুগ্ন সাধারণ সম্পাদক পদে মো. আবু জাহের শেখ, মজিবুর সরদার, সাংগঠনিক সম্পাদক মো. হানিফ ব্যাপারি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. অহিদুল ইসলাম সরদার সহ অন্যান্যরা।
কমিটি গঠনকালে সংগঠনের নেতাদের উদ্দেশ্যে সভাপতি শাহজাহান হাওলাদার বলেন, এই কমিটি হিজলা উপজেলায় তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করবে। তিনি সংগঠনের সকল সদস্যদের সংগঠনের গঠনতন্ত্র মেনে এলাকার আর্ত-সামাজিক কর্মকান্ড পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। উল্লেখ্য এর আগে জাতীয় শ্রমিক লীগ হিজলা উপজেলা কমিটির সাবেক সভাপতি ফরিদ হোসেন ঢালীকে সংগঠন বিরোধী কর্মকান্ডের অভিযোগে দলীয় সকল পদ-পদবী এবং প্রাথমিক সদস্য থেকে বহিস্কার করা হয়।
Development by: webnewsdesign.com