ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় চৌরঙ্গী বাজার হতে কাঠালডাঙ্গী বাজার যাতায়াতের সড়কের পাশে সিহিপুর গ্রাম নামক স্থানে
একটি ব্রিজের পাশ্বে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়। রবিবার ২৮/৬/২০২০ ইং দুপুর আনুমানিক ২ টায় এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় লোকজন ও এলাকাবাসিদের তথ্য মতে ‘ঢাকা নিউজ এক্সপ্রেস’ এর ফটো সাংবাদিক কে জানায় বর্তমান সময়ের বণ্যার পানি ব্রিজের মাধ্যমে প্লাবিত হয় এতে নিচের পানির গভীরতা বেশি থাকার কারনে তাদের ২ জনই সাঁতার না জানার করনেই ঘটনাটি ঘটে ।
মোঃ হামিদুর রহমান (১৬) পিতা- মৃত- আলম, গ্রাম- রনহাট্টা চৌরঙ্গী, উপজেলা- হরিপুর,জেলা ঠাকুরগাঁও এবং মোঃ রাহিদ (১৪) পিতা-মোঃ সোহাগ, গ্রাম- নারগুন উপজেলা – হরিপুর, জেলা ঠাকুরগাঁও
Development by: webnewsdesign.com