
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০২২ | প্রিন্ট
মা মেডিসিনসহ আরো দুই ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং বিপুল পরিমাণ ফিজিশিয়ান স্যাম্পল মজুদ এবং বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারায় ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিভিন্ন সূত্রে জানা গেছে, খোদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে অবস্থিত ফার্মেসিগুলোতেই চলছে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির জমজমাট ব্যবসা ।
উপজেলার দূর-দূরান্ত থেকে সাধারণ ও অশিক্ষিত মানুষ এসে হাসপাতালের ডাক্তার দেখিয়েই এসব ফার্মেসি থেকে ওষুধ কিনে তাদের শিশু ও বাচ্চাদের খাওয়ান। অক্ষরজ্ঞান না থাকায় ওষুধের মেয়াদ বুঝতে পারেন না তারা, ফলে প্রতিদিনই প্রতারিত হচ্ছেন এসব ক্রেতাসাধারণ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত এসব ফার্মেসিতে দীর্ঘদিন ধরে এসব ওষুধ বিক্রি চললেও হাসপাতাল কর্তৃপক্ষের তেমন কোনো নজরদারি এবং তৎপরতা চোখে পড়েনি ।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) বলেন, এসব মেয়াদোত্তীর্ণ ওষুধ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং হুমকিস্বরূপ, সরকারি হাসপাতালের সামনেই এসব করার সাহস পায় কিভাবে আমি বুঝতে পারি না, এসব ফার্মেসির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।
Posted ১০:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০২২
dhakanewsexpress.com | Masud Rana