
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৪ নভেম্বর ২০২২ | প্রিন্ট
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমরা যে পরিমাণ বাজেট ব্যয় করি, অনেক দেশের জন্যই ঈর্ষণীয়। তবে, প্রতিবেশী দেশগুলোর তুলনায় স্বাস্থ্যখাতে আমাদের বরাদ্দ কম। এরপরও এই খাতে আমাদের সফলতা অনেক। ’
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সোমবার বিকালে বারডেম হাসপাতালে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য খাতে আমাদের চেয়ে ভারত, এমনকি মালদ্বীপের বরাদ্দও বেশি। তবে, আমরা যেটি দিচ্ছি, সেটিও একেবারে কম নয়। স্বাস্থ্য খাতের বর্তমান ব্যয় একটা সময়ে আমাদের মোট উন্নয়ন বাজেটের চেয়ে বেশি। তবুও আমরা বলি তুলনামূলকভাবে আমরা কম ব্যয় করছি।
’
তিনি বলেন, ‘আমাদের গড় আয়ু বেড়েছে, শিশু-মাতৃ হার কমে এসেছে। এ বিষয়গুলো আরও বেশি নজর দিতে হবে। প্রধানমন্ত্রী স্বাস্থ্যের বিষয়ে খুবই আগ্রহী। তিনি চান, প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে যেন আমরা বেশি যাই।
বেশি করে তাদের স্বাস্থ্যের দিকে মনোযোগ দেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আমরা শিক্ষা, স্বাস্থ্যসহ সবকিছুতেই ঊর্ধ্বগামীতার দিকেই যাচ্ছি’।
Posted ৬:২৯ অপরাহ্ণ | সোমবার, ১৪ নভেম্বর ২০২২
dhakanewsexpress.com | Masud Rana