বাংলাদেশে আজ মহান শহীদ দিবস হিসেবে পালন করা হচ্ছে একুশে ফেব্রূয়ারি ইতিহাসের পাতা খুললেই সেখান থেকে জানা যায় দেশটির পাকিস্তানের জন্ম হওয়ার সাত মাস যেতেই ১৯৪৮ ইং মার্চে মোহাম্মদ আলি জিন্নাহ যখন তার জীবনের প্রথম এমনকি শেষবারের ন্যায় পূর্ববঙ্গে আসেন তিনি ভাবতেন সেখানে তার উচ্চারিত কিছু কথা একসময় তারই প্রতিষ্ঠিত নুতন দেশটির ভাঙন ডেকে আনতে ভুমিকা রাখবে। আজ আমরা আমাদের মাতৃভায়ায় কথা বলতে পারছি । এই ভাষার জন্য আমাদের অনেক মানুষকে জীবন দিতে হয়েছে সম্মান হারিয়েছে অনেক মা ইজ্জতকে ভয় না করে আমাদের দেশে বহু মানুষ এই ভাষার জন্য জীবন দিয়ে গেছে । তাই আজ তাদের স্মরনে ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার শহীদ মিনারে প্রশাসনিক কর্ম কর্তাক থেকে শুরু করে মাননীয় সংসদ সদস্য ঠাকুরগাঁ -৩ আসনের সংসদ সদস্য ,উপজেলার চেয়ারম্যান , পীরগঞ্জ রিপোর্টার্স ইউনিটি , বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ঠাকুরগাঁও পীরগঞ্জ, জাতীয় দৈনিক স্বাধীনমত পত্রিকার প্রতিনিধি প্রমূখ এই শহীদদের স্মরনে শহীদ মিনারে পুস্প দিয়ে তাদের সম্মান জানালেন ।
Development by: webnewsdesign.com