Recent News
স্বনামধন্য সাংবাদিক ও লেখক জাহিরুল আলমের মৃত্যুতে সাঈদ খোকনের শোক প্রকাশ

মুক্তিযুদ্ধ৭১ নিউজ, বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ সুপ্রিম কোর্টের এক্সিকিউটিভ কমিটির সদস্য, স্বনামধন্য সাংবাদিক ও লেখক জাহিরুল আলম (৮০) গত ২৫শে মার্চ শুক্রবার নিউইয়র্কের নিউয়র্ক প্রেসবাইটেরিয়ান হাসপাতাল, কুইন্সে, বিকাল ৫টা ৪৫ মিনিটে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজিউন)। তিনি ৩ ছেলে সহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত সফল মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এক বিবৃতিতে বিশিষ্ঠ সাংবাদিক, আইনজীবি ও লেখক জাহিরুল আলম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

লেখক জাহিরুল আলম এর প্রকাশিত বইয়ের সংখ্যা ৫৮। তন্মধ্যে ইসলামিক বই, আইনের উপর বই, প্রবন্ধ রচনা উল্লেখযোগ্য। মহান মুক্তিযুদ্ধে কলম হাতে যুদ্ধ করেছেন স্বাধীনতার পক্ষে। তিনি তৎকালিন মুক্তিযোদ্ধা সংসদ থেকে প্রকাশিত গ্রেনেড পত্রিকার সম্পাদক ছিলেন। তৎকালিন বাংলাদেশ পিপল্ পত্রিকার সিনিয়র রিপোর্টার ছিলেন। যিনি কিনা মার্শাল ল উপেক্ষা করে বারে বারে স্বাধীনতার পক্ষে লিখেছেন। মৃত্য অবধি স্বনামধন্য আইনজীবী ছিলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের এক্সিকিউটিভ কমিটির সদস্য জাহিরুল আলম বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন নর্থ আমেরিকা নিউইয়র্ক এর সভাপতি মোহাম্মদ আলমের পিতা । মরহুমের পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *