
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২ | প্রিন্ট
স্ট্যান্ডার্ডস চার্টার্ড প্রথম ব্যাংক হিসেবে চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালে মেডিকেল প্রাঙ্গণে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করলেন
-প্রতিনিধি
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ জীবন রক্ষাকারী অক্সিজেনের নির্ভরযোগ্য এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে দাতব্য হাসপাতাল চট্টগ্রাম মা-শিশু জেনারেল হাসপাতালের সাথে অংশীদারিত্ব করেছে। সমস্ত মহামারী জুড়ে মেডিকেলে অক্সিজেনের সরবরাহের মারাত্মক প্রয়োজন ছিল। এই প্রয়োজনটির অংশীদারিত্বের কাজ করলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ। একটি প্রেসার সুইং অ্যাডসর্পশন (পিএসএ) মেডিকেল অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট স্থাপন করেছে, যা হাসপাতালটিকে ডেডিকেটেড অক্সিজেন সরবরাহে স্বয়ংসম্পূর্ণ হতে সক্ষম করেছে । প্ল্যান্টের মোট স্থাপিত অক্সিজেনের সরবরাহের ক্ষমতা ৪৩৬ লিটার/মিনিট।
এটি বাংলাদেশের প্রথম অক্সিজেন সরবরাহে স্থাপিত কোনো ব্যাংক কর্তৃক করা প্রথম মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট। পূর্বেও এই ব্যাংক মা-শিশু ও জেনারেল হাসপাতাল সহ তিনটি দাতব্য হাসপাতালে মেডিকেল অক্সিজেন স্থাপন করার পরিকল্পনা ঘোষণা করেছিল। এই প্ল্যান্টগুলির মোট স্থাপিত ক্ষমতা ১৭০০ লিটার/মিনিট অতিক্রম করবে। নাসের এজাজ বিজয়, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিটোপি দাস চৌধুরী, প্রধান, কর্পোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড ও মার্কেটিং, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ; মাহবুবুল আলম, সভাপতি, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি; হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । আরো উপস্থিত ছিলেন প্রফেসর এম এ তাহের খান, সভাপতি, নির্বাহী কমিটি, চট্টগ্রাম মা, শিশু ও জেনারেল হাসপাতাল (সিএমওএসএইচ), প্রফেসর ডা. ওয়াজির আহমেদ, পরিচালক শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট, সিএমওএসএইচ প্রমুখ।
Posted ৬:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২
dhakanewsexpress.com | Masud Rana