
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৫ মে ২০২২ | প্রিন্ট
উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমানের পৌরবাসীকে দেওয়া ঈদ শুভেচ্ছা পোষ্টারের ওপর তার(রাব্বি) ঈদ শুভেচ্ছা পোষ্টার সাটানোর অভিযোগ
-প্রতিনিধি
অসহায় সাহায্য প্রার্থীকে গলা ধাক্কা দিয়ে ভাইরাল হওয়া এমপি নজরুল ইসলাম বাবুর বোন জামাই সোনারগাঁও পৌরসভার মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য এটি ফজলে রাব্বির বিরুদ্ধে পৌরসভার আরেক মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য এবং উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমানের পৌরবাসীকে দেওয়া ঈদ শুভেচ্ছা পোষ্টারের ওপর তার(রাব্বি) ঈদ শুভেচ্ছা পোষ্টার সাটানোর অভিযোগ পাওয়া গেছে।
সরে জমিনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং পৌরসভার ৪/৫ স্পটে এর সত্যতা পাওয়া গেছে। এতে পৌরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পৌরসভার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে আলাপ করে জানা গেছে তারা এটাকে নিন্দিত ও রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন কাজ বলে মনে করেন। আরও বলেন, তারা একই দলের (আওয়ামী লীগ) মেয়র প্রার্থী তাদের মধ্যে এমন প্রতিহিংসা থাকা উচিত নয়। রাজনীতি উদ্দেশ্য হল দেশ ও জনগনের উন্নয়নে কাজ করা।
এসব নিন্দিত কাজ না করে কিভাবে পৌর বাসীর আনুগত্য পাওয়া যায় সে চেষ্টা করা উচিত। পৌরসভা আওয়ামী লীগ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ভাইরাল এমপি বাবুর বোন জামাইর কাছ থেকে আর কি আসা করা যায়। গত নির্বাচনে আমরা দেখেছি তার বিন্দুমাত্র কোন জনপ্রিয়তা নেই।
পৌরসভার সিংহভাগ নেতাকর্মীর কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে আড়াইহাজারসহ আশপাশের এলাকা থেকে বহিরাগতদের এনে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে বিপুল ভোটে প্রতিপক্ষের কাছে পরাজিত হয়। আমার মতে এসব কুকর্ম না করে কিভাবে জনতার সমর্থন পাওয়া যায় সে চেষ্টা করা উচিত। এ বিষয়ে গাজী মুজিবুর রহমান বলেন,আমরা একই দলের কর্মী এবং রাব্বির সাথে আমার সম্পর্কও খুব ভাল এবং সে ছোট ভাই।
Posted ১:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ মে ২০২২
dhakanewsexpress.com | Masud Rana