ফিলিপাইনের লুচেনা নামক শহরটিতে ভিক্ষা করা কিশোরী রিতা আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবার চলে এলেন এক সেরা মডেলার এর তালিকায় ।
এই ভাইরালে মেয়েটির জীবনের চিত্রটি একেবারেই বদলে দিলেন এমনকি আজ সে হয়ে গেলেন একজন সেরা মডেলারে । এই মেয়েটি কোন সময় দেশটিতে ভিক্ষা করতেন ক্ষুধার অভাকে, কোন এক সময় রাস্তায় রাস্তায় সকলের কাছে হাত পেতে বেড়াতেন কিন্তু বিধাতার একি দৃশ্য দেখুন আজ তাকে এক ফটোগ্রাফার সেই স্থানটি থেকে নিয়ে এলেন মডেলার হিসেবে ।
আজ সে সেরা মডেলার হয়ে বিশ্বের বুকে মাথা উচুঁ করে সকলের মুখ উজজ্বল করে দেখিয়ে দিলেন তার এই কৃতিত্বকে । সে আজ অনেক টাকার মালিক ।
অনেক আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানা যায় মাত্র ১৩ বছর বয়সেই রিতার একটি ছবি ভাইরাল হয় এবং তা এই ছবিতে ভাইরাল হওয়া শুরু করে এক পর্যায়ে তার এই ছবি ইনস্টাগ্রামে ছাড়ার পড়ে সকল তরুনদের হৃদয়ে জায়গা করে নিলেন ।
জানা যায় ২০১৬ ইং সালে তোফার নামে একজন ফটোগ্রাফার ফিলিপাইনের কুইজেন প্রদেশের লুচেনা শহরে গেলে, তিনি রিতাকে সেখানে ভিক্ষা করতে দেখতে পায় ।
এতে করে মেয়েটির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে একটি ছবিও তোলে নিলেন। এর পরে তার এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়ে যায় রিতা ।
Development by: webnewsdesign.com