দেশে শীতকালীন শীত এর সবজি গুলো পর্যাপ্ত সরবরাহ থাকাতে রাজধানীর বাজারগুলো হতে বিক্রেতাদের কাছ থেকে ক্রেতারা অধীকাংশ সবজি গুলো অনেকটা কম দামে ক্রয় করলেও নতুন ভাদে বাজারে আসা এই পটল- ঢেঁড়স যেন একটি ‘ভিআইপি’ সবজিতে পরিনত হয়েছে ক্রেতাদের মতে । এ সময় এক ক্রেতার কাছে জানতে চাইলে তিনি আমাদের প্রতিবেককে জানালেন এই খাবার গুলো বতৃমানে এখন ভিআইপিদের খাবার হিসেবে আমরা খাচ্ছি । আজ ১৯ ফেব্রুয়ারি রাজধানী অনেক বাজার ঘুরে দেখা যায় এর অবস্থানটি কোথায় গিয়ে পৌছেছে । এ সময় পটল ও ঢেরসের দাম জানতে চাইলে বিক্রেতা জানালেন ৮০ থেকে ১৩০ টাকা পর্যন্ত বিক্রয় করছেন ক্রেতাদের কাছে আর সেই দামে ক্রয় করছেন ভোক্তারা ।
Development by: webnewsdesign.com