সদ্য প্রয়াত বরেণ্য আইনজীবী ও বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুবে আলমের জানাজার নামাজ সোমবার সকাল ১১টায় সুপ্রিম কোর্ট গার্ডেনে অনুষ্ঠিত হবে। এরপর তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার সকাল ১১টায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মরদেহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আনা হবে। আইনজীবী সমিতি প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম (৭১) রবিবার সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Development by: webnewsdesign.com