অভিনয়ের সঙ্গে জমিয়ে প্রযোজনাও করছেন সালমান খান। ‘হিরো’-র পর এবার ‘লায়নস অব দ্য সি’নিয়ে ময়দানে নামছেন তিনি। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ইরফান খানকে। ‘লায়নস অব দ্য সি’-এর কাহিনি কোমাগাতা মারুর ঘটনা অবলম্বনে তৈরি। এটি একটি ইংলিশ পিরিয়ড অব ড্রামা।
কোমাগাতা মারু একটি জাপানি জাহাজের নাম। ৩৪০ জন শিখ, ২৪ জন মুসলমান এবং ১২ জন হিন্দু নিয়ে এই জাহাজ যাত্রা করেছিল, কানাডায়। ১৯১৪ সালের ঘটনা। তখন ব্রিটিশ রাজের সময় এঁরা সবাই চেষ্টা করেছিলেন কানাডায় চলে যাওয়ার। তত্কালীন ব্রিটিশ কলোনি হংকং থেকে ছেড়েছিল সেই জাহাজ।
সাংহাই, চিন, ইয়োকোহামা, জাপান হয়ে ভ্যাংকুভার, ব্রিটিশ কলাম্বিয়া এবং শেষ পর্যন্ত কানাডা। এঁরা সবাই ছিলেন পাঞ্জাবের বাসিন্দা। তবে সবাই কানাডায় পৌঁছলেও এঁদের মধ্যে মাত্র ২৪ জন কানাডায় প্রবেশ করতে পারেন। বাকিরা বাধ্য হন দেশে ফিরে আসতে।
এটাই ছিল প্রথম ঘটনা যেখানে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র কঠোরভাবে এশিয়ান অরিজিন মানুষদের দেশে প্রবেশ করার বিপক্ষে আইন বলবৎ করে। যা ফুটে উঠতে চলেছে ‘লায়নস অব দ্য সি’-এর পর্দায়।
ছবিতে গুরুদিত সিং নামে এক শিখের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ইরফানকে। জানা গিয়েছে গ্রেটব্রিটেন, হংকং, কানাডাসহ ভারতের বেশ কিছু জায়গায় হবে ছবির শ্যুটিং। আপাতত ‘টাকাড়ুম’ ছবির কাজে ব্যস্ত ইরফান খান।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |
Development by: webnewsdesign.com