
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১১ এপ্রিল ২০২২ | প্রিন্ট
সাংবাদিক স্বাধীনকে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার'র নিন্দা ও প্রতিবাদ - বিএমএসএফ
-সংগৃহীত
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র কেন্দ্রীয় নেতা সাংবাদিক হাবিবুর রহমান স্বাধীনকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ ।
প্রতিবাদ পত্রে কেন্দ্রীয় বিএমএসএফ সভাপতি শহিদুল ইসলাম পাইলট, সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন ও সাধারন সম্পাদক জসীম মাহমুদ বলেন, সাংবাদিক হাবিবুর রহমান স্বাধীন ঢাকা বিমানবন্দর, খিলক্ষেত,গুলশান ও বনানী থাকা এলাকায় মাদক কারবারের সাথে পুলিশ প্রশাসনের যোগসূত্র নিয়ে একাধিক নিউজ করেন। এতে দূর্নীতিবাজ পুলিশ প্রশাসনের কতিপয় সদস্য সাংবাদিক স্বাধীনের বিরুদ্ধে সংক্ষুব্ধ হন। মূলধারার সংবাদ কর্মীর কলমের শক্তির কাছে পেরে না ওঠে খিলক্ষেত থানার উপ-পরদর্শক সজীব হয়রানীমূলক মামলার আশ্রয় নিয়েছে।
ব্যক্তি জীবনে স্বাধীন অধুমপায়ী। অথচ তাকে দেওয়া হয়েছে মাদক সেবনের মামলা! বিএমএসএফ নেতৃবৃন্দ আরো বলেন,আমরা এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে অবিলম্বে তাকে মুক্তি দেওয়া হোক। অন্যথায় সারাদেশের সাংবাদিক সমাজ রাস্তায় নামতে বাধ্য হবে। নেতৃবৃন্দ আরও বলেন, মামলা-হামলায় কলম যোদ্ধারা ভয় পায়না। কলমের শক্তিকে মামলা দিয়ে দমানো যাবেনা। সত্য কোন দিন ঢেকে রাখা যাবেনা। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। হয়রানীমূলক মিথ্যা মামলার পিছনের অনূঘটক কে বা কারা, সেটাও বেরিয়ে আসবে ইনশাল্লাহ। আমরা এই হয়রানীমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
Posted ১২:৩১ অপরাহ্ণ | সোমবার, ১১ এপ্রিল ২০২২
dhakanewsexpress.com | Masud Rana