
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২১ মার্চ ২০২২ | প্রিন্ট
সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি হ্রদরোগে আক্রান্ত হয়ে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
সোহেল সানি গত ১৫ই মার্চ বাংলাদেশ প্রতিদিনের দু’যুগে পদার্পণ উপলক্ষে আয়োজিত বসুন্ধরা কনভেনশন সেন্টারের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন । উদযাপিত অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিনের সাবেক সহকর্মী ও আগত গনমাধ্যম কর্মীরা অনেকেই উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে আশা সাংবাদিক বন্ধুদের কাছে ২৯ মার্চ অনুষ্ঠিতব্য ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দোয়া ও ভোট প্রার্থনা করেছিলেন তিনি।
এরই মধ্যে হঠাৎ সোহেল সানি বুকের তীব্র যন্ত্রণা অনুভব করেন এবং মাটিতে লুটিয়ে পড়েন । বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের নির্দেশে সিনিয়র ক্রাইম রিপোর্টার সাখাওয়াত কাওসারসহ একটি টিম তাকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে এবং পরবর্তীতে বাংলাদেশ হ্রদরোগ ইনস্টিটিউটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জানান তিনি হার্ট-অ্যাটার্ক করেছেন।
তখন খবরটি বসুন্ধরা ইষ্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে কাছে জানানো হলে মিডিয়া পরিচালক তৈয়বুর রহমানের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানিকে দ্রুত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতা ও এন্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি কারানো হয় । এব্ং বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা ব্যয় নির্বাহ করবে বলেও জানান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক।
Posted ৪:৪১ অপরাহ্ণ | সোমবার, ২১ মার্চ ২০২২
dhakanewsexpress.com | Masud Rana