শনিবার, ২৯ আগস্ট ২০২০ |
৭:৪৪ পূর্বাহ্ণ | 66 বার
রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেনের মৃত্যুতে রুহিয়া সাংবাদিক মহলের পক্ষে থেকে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
শুক্রবার(২৮আগস্ট)বিকালে রুহিয়া ডাক বাংলা মাঠে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি উপস্থিত ছিলেন রুহিয়া থানা অফিসার ইনচার্জ(ওসি)চিত্ত রঞ্জন রায়,বাংলাদেশ আওয়ামী লীগ রুহিয়া থানা শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু,১নং রুহিয়া ইউনিয়ন চেয়ারম্যান মনিরুল হক বাবু,ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বদিরুল ইসলাম বিপ্লব,আটোয়ারী উপজেলা প্রেসক্লাবে সভাপতি ইউসুব আলী, রুহিয়া থানা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ও প্রভাষক জাহাঙ্গীর আলম,সাংবাদিক আমিনুল ইসলাম,সাংবাদিক বাদল হোসেন,সাংবাদিক আল ফয়সাল অনিক,সাংবাদিক আব্দুল কাদের জিলানী,সাংবাদিক দুলাল হক,সাংবাদিক আপেল মাহমুদ,সাংবাদিক আনোয়ার হোসেন প্রমুখ।
স্মরণসভায় বক্তারা বলেন, মকবুল হোসেন সাধারণ মানুষ ও সাংবাদিকদের সব সময় পাশে দাঁড়িয়েছেন। একজন সাংবাদিক হিসেবে তিনি দল মত ভেদাভেদ ভুলে মানবতার কল্যাণে কাজ করে গেছেন তিনি। সভা শেষে মকবুল হোসেন বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।