করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য হুমায়ুন কবীর খোকন। মৃত্যুর আগে তার জ্বর ও শ্বাসকষ্টের মতো করোনার উপসর্গ দেখা গিয়েছিল। নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছেন তিনি।
হাসপাতালের চেয়ারম্যান জানান, আইইডিসিআর থেকে মৌখিকভাবে সাংবাদিক খোকনের করোনাভাইরাস পজেটিভ আসার বিষয়টি আমাদের জানানো হয়েছে,আইইডিসিআর এর বরাতে বুধবার রাজধানীর রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ গণমাধ্যমকে এ তথ্য জানান । হাসপাতালটিতেই ভর্তি করা হয়েছিল হুমায়ুন কবির খোকনকে।
তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে হাসপাতালে ভর্তি হন হুমায়ুন কবির খোকন। রাত পৌনে ১০টায় মারা যান তিনি। তার মধ্যে করোনার কিছু উপসর্গ ছিল। সে কারণে পরীক্ষার জন্য সোয়াব সংগ্রহ করা হয়।
বৃহত্তর কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবীর খোকন সময়ের আলোর আগে আমাদের সময়, মানবজমিনসহ বিভিন্ন পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করেছেন।
Development by: webnewsdesign.com