সর্বশেষ স্প্যানটি স্থাপনার পর পদ্মা সেতু এখন সম্পূর্ণ দৃশ্যমান । স্বপ্নের পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানটি পিলারের উপর স্থাপন করা হয়েছে । ৪১তম এই স্প্যানটি সেতুর ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর বসানো হচ্ছে। স্প্যান বসানোর কাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে। এর আগে একটি ভাসমান ক্রেনে করে খুঁটির কাছাকাছি নেওয়া হয় শেষ স্প্যানটিকে।
আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানটি বসানো হচ্ছে। স্প্যানটি খুঁটি থেকে ২০ মিটার দূরে ভাসমান ক্রেনে রাখা ছিল। সকাল ১০টার দিকে স্প্যানটি নিয়ে খুঁটির দিকে রওনা দেয় ভাসমান ক্রেন। সকাল সাড়ে ১০টার দিকে স্প্যান নিয়ে ভাসমান ক্রেন খুঁটির কাছাকাছি পৌঁছে যায়। এরপর ১১টার দিকে এটি পিলারের উপর বসানোর কাজ শুরু হয়।
স্প্যানটি সেতুর ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর বসানো হবে। বসানোর জন্য স্প্যানটিকে ইতিমধ্যে প্রায় খুঁটির সমান উচ্চতায় তোলা হয়েছে।
পদ্মা সেতু প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, স্প্যান বসাতে দেড় ঘণ্টার মতো সময় লাগে। সেই হিসাবে স্প্যান বসানোর কাজ প্রায় শেষ পর্যায়ে।
Development by: webnewsdesign.com