ঢাকার নবাবগঞ্জের সুপরিচিত সকলের প্রিয় সংগঠন “ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাব” । সমাজে ভাল কাজ আর সফলতার মধ্যেই যারা পাড়িদিয়েছে দু’বছর । এক একটি ভাল কাজ করেই যাদের রাত্রি শেষ হয়।
প্রতিবারের মতো এবারও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।
এবার (শ্রীধরপুর,বাড়িখালি অঞ্চল) শ্রীধরপুর “ডায়মন্ড ক্লাব” মাঠে “ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাব” বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচালনা করেছে।
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সুন্দর এবং সফল ভাবে করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করেছেন “ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাবের” রক্ত যুদ্ধা এবং শ্রীধরপুর ডায়মন্ড ক্লাব এর এক ঝাঁক তরুণ যুবক সহ (শ্রীধরপুর,বাড়িখালি অঞ্চল) এর সর্বস্তরের জনগণ।
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেই গত ৯ই অক্টোবর ২০২০ ইং রোজ শুক্রবার সকাল ৯.৩০ মিনিটে শুরু হয় এবং বিকাল ৪.১৫ মিনিট পর্যন্ত পরিচালনা করা হয়। এ সময়ের মধ্যে তিনশর অধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে YBDC পরিবার।
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন (শ্রীধরপুর,বাড়িখালি অঞ্চল)এর ইউপি সদস্য, বীর মুক্তিযোদ্ধা,শ্রীধরপুর ডায়মন্ড ক্লাবের সভাপতি,সহ-সভাপতি,শ্রীধরপুর ডায়মন্ড ক্লাবের সদস্যবৃন্দ,মিডিয়াকর্মী সহ YBDC পরিবার ও শ্রীধদআরপুর গ্রামের গুণীজনেরা।
শ্রীধরপুর ডায়মন্ড ক্লাবের সদস্যবৃন্দ , YBDC পরিবার ও শ্রীধদআরপুর গ্রামের গুণীজনেরা সহ উপস্থিত মিডিয়াকর্মী ।
ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাবের পরিবারের পক্ষ থেকে থেকে জাতীয় অনলাইন নিউজ পোর্টাল “ঢাকা নিউজএক্সপ্রেস ডট কমে” কে জানানো হয় আমরা শ্রীধরপুর বাসীর এই ভালোবাসা পেয়ে আমরা YBDC পরিবার শ্রীধরপুর ডায়মন্ড ক্লাব এর তৌফিক ভাই,নাজমুল ভাই,সায়মন ভাই,রানা ভাই,সাগর,সাব্বির,সোয়েব,রিয়াজুল, শাওনসহ সবার অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের ক্যাম্পেইন সফলভাবে শেষ করতে সাহায্য করেছে ।
এভাবে আমাদের সাহায্য করার জন্য শ্রীধরপুর এলাকার ময়মুরুব্বিদের জানাই সালাম আপনাদের অনুপ্রেরণা আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।
সবার এই ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই আমরা ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাব পরিবার।
Development by: webnewsdesign.com