শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এ দ্রুততম মানব-মানবীর খেতাব জিতেছেন মেহেদী হাসান রিজভী ও মাহফুজা তানিয়া।
পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ বর্ষের রিজভী ১০০ মিটারে জয়ের পাশাপাশি ২০০ মিটার ও ৪০০ মিটার দৌড়ে এ স্বর্ণপদক জিতেছেন।
অন্যদিকে অর্থনীতির একই বর্ষের ছাত্রী তানিয়া ১০০ মিটারের পাশাপাশি ২০০ মিটার দৌড় ও লং জাম্পে স্বর্ণপদক জিতেন।
বুধবার বিকালে দুদিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে শাবি ভিসি ফরিদ উদ্দিন আহমেদ বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের অংশগ্রহণের গুরুত্ব রয়েছে। খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক সুস্থতা নিশ্চিত হয় এবং একই সঙ্গে তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন খেলাধুলা ও ক্রীড়া উপকমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম এবং ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এর সদস্যসচিব চৌধুরী সউদ-বিন-আম্বিয়াসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দফতর প্রধানসহ শিক্ষক-কর্মকর্তা, ছাত্রছাত্রী ও কর্মচারীরা।
চৌধুরী সউদ-বিন-আম্বিয়া জানান, এবারের ক্রীড়া প্রতিযোগিতায় মোট ২১টি ইভেন্টে ২৮৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ ছাড়া শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আরও ১৩টি ইভেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সুষ্ঠুভাবে এ প্রতিযোগিতা সম্পন্ন করার জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরসহ সংশ্লিষ্ট সব শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী, খেলোয়াড়রা ও শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি বলেন, সামনের দিনগুলোতে আরো ভালোভাবে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অব্যাহত থাকবে।
এবারের প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিভাগগুলোর মধ্যে বাংলা বিভাগ মোট ২১টি পদক জিতে।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |
Development by: webnewsdesign.com