Recent News
নার্সিং কর্মকর্তা রুহুল আমিনের মৃত্যুতে সিলেট ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষের শোক প্রকাশ

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. রুহুল আমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত এক শোকবার্তায় উল্লেখ করা হয়, মো. রুহুল আমিনের মৃত্যুতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী গভীরভাবে শোকাহত।

শোকবার্তায় হাসপাতালের পক্ষে পরিচালক মরহুমের রূহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার বেলা দেড়টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিন মৃত্যুবরণ করেন। তিনি লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন।

রুহুল আমিন ২০২১ সালের ১২ ডিসেম্বর নার্সিং কর্মকর্তা হিসেবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চাকুরিতে যোগদান করেন। তিনি কানাইঘাট উপজেলার বড়চতুল গ্রামের নুরুল হকের ছেলে। চার ভাই দুই বোনের মধ্যে সে ছিল সবার ছোট।

News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *