ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ঢোলার হাট ইউনিয়নের ধর্মপুর গ্রামে স্থাপিত আশ্রয়ন কেন্দ্রের(গুচ্ছ গ্রাম) ১১০টি পরিবারের প্রায় ৪০০ জন মানুষ না খেয়ে অসহায় দিনযাপন করছে।
সরেজমিনে দেখা যায়,পুরো আশ্রয়ন কেন্দ্র টাংগন নদীর বন্যায় ডুবে গেছে। এতে সব কয়টা পরিবার গরু ছাগল নিয়ে কাঁচাড়ী পুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় না খেয়ে ঠাসাঠাসি করে বসবাস করতেছে।
আশ্রয়ন থাকা আশিনা চন্দ্রসহ কয়েক জন বলেন, আমরা দুই দিন ধরে আশ্রয়নে পানিবন্দি হয়ে ছিলাম গত কাল চেয়ারম্যান আমাদের এই স্কুলে থাকার জন্য ব্যবস্থা করেন। আমরা এখন না খেয়ে অসহায় দিনযাপন করছি।
ঢোলার হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সীমান্ত কুমার নির্মল এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি শুনা মাত্র গতকাল আশ্রয়ন কেন্দ্রে গিয়ে তাদের স্কুলে থাকার ব্যবস্থা করি এবং কিছু শুকনা খাবার বিতরণ করি। তিনি আরও বলেন আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে আশ্রয়ন এর পানিবন্দি হওয়া অসহায় মানুষের বিষয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এবার বন্যায় থানাধীন প্রায় ৫টি গ্রামের মানুষ পানিবন্দীহয়েপড়েছ।
Development by: webnewsdesign.com