ঠাকুরগাঁওয়ের রুহিয়া বড়দেশ্বরী এলাকায় বঙ্গবন্ধু জাতিয় কৃষি পদক প্রাপ্ত মেহেদী আহসানুল্লাহ চৌধুরীর নিরাপদ কৃষি খামারের চা বাগান পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। ৯ নভেম্বর সোমবার বাগানটিতে পরিদর্শনের মধ্য দিয়ে তিনি বাণিজ্যিকভাবে চা পাতা তুলার শুভ উদ্বোধন করেন। পরিদর্শন কালে জেলা প্রশাসক মেহেদী আহসানুল্লাহ চৌধুরীর মত আপনাদের সবাইকে কৃষি বিল্পবের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে এগিয়ে আসতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ, ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিমান্ত কুমার নির্মল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ।
Development by: webnewsdesign.com