রুহিয়ায় ফাতেমা বেগম (৪৮) নামে এক মহিলার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। সে আখানগর ইউনিয়নের ভেলারহাট গ্রামের মৃত হামিদুর রহমানের সহধর্মিণী। ৩ অক্টোবর শনিবার সকালে নিজ বাড়ির খড়িঘর থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে এলাকাবাসী। তার পারিবারিক সূত্রে জানা যায়, ফাতেমা বেগম পেটের ব্যাথা সইতে না পেরে এ আত্মহত্যা করেছেন বলে তাদের ধারণা। খবর পেয়ে রুহিয়া থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় ঘটনা স্থল পরিদর্শন করেন এবং কারো কোন প্রকার আপত্তি না থাকায় দাফন কার্য সম্পন্ন করার অনুমতি প্রদান করেন।
Development by: webnewsdesign.com