ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ঢোলারহাট ইউনিয়নের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীন পরিবারের পূর্ণ বাসনের লক্ষ্যে আশ্রয়ন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ৯ নভেম্বর সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে ঢোলারহাট ইউনিয়নের বড়দেশ্বরীতে উক্ত আশ্রয় কেন্দ্রের ভূমিহীন ময়না বেগমের হাতে প্রথম ঘরটি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হস্তান্তর করে আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম । এ সময় জেলা প্রশাসক জানান, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ঠাকুরগাঁওয়ে মোট ৬৪৯ টি ভূমিহীন মানুষের জন্য আশ্রয়ন কেন্দ্রের কাজ চলমান রয়েছে। এ আশ্রয় কেন্দ্রে ১১২টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য ঘর নির্মান কাজ শুরু করা হলো। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ, ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিমান্ত কুমার নির্মল, ঢোলারহাট ইউনিয়ন আ’লীগের সভাপতি অজিত কুমার রায় ঢোলারহাট ইউনিয়ন সহকারী ভূমি অফিসার গোলাম রহমান প্রমূখ।
Development by: webnewsdesign.com