রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ই-পাসপোর্টের জন্য তথ্য নিয়েছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর।
সোমবার অধিপ্তরের কর্মকর্তারা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির ছবি, ই স্বাক্ষর, চোখের আইরিশ ইমেজ ও ১০ আঙুলের ছাপ সংগ্রহ করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “এসময় রাষ্ট্রপতি বলেন, ই-পাসপোর্ট ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে জনগণ আধুনিক পাসপোর্ট সেবা পাবে এবং বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।”
বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও ই-পাসপোর্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খানসহ রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা এসময় উপস্থিত ছিলেন।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |
Development by: webnewsdesign.com