আজ ৩০ ডিসেম্বর রানীশংকৈল উপজেলা আওয়ামীলীগের উদ্দেগ্যে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষ্যে রানীশংকৈল উপজেলায় এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি রানীশংকৈল বন্দরএর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
এতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রানীশংকৈল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ সইদুল হক। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব মোঃ তাজউদ্দিন।
এছাড়া উপজেলা যুবলীগ,কৃষকলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ,পৌরআওয়ামীলীগ সহ অত্র উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীসহ তৃণমূল পর্যায়ের হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকগন।
এসময় অংশগ্রহনকারীগন “হাসিনা তুমি এগিয়ে চলো,আমরা আছি তোমার সাথে; রাজপথ ছাড়ি নাই, হাসিনা তোমার ভয় নাই” সহ বিভিন্ন শ্লোগানে শ্লোগানে শোভাযাত্রটি মুখরিত হয়। শোভাযাত্রা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বিএনপি-জামাতের মতো অপশক্তির কাছ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ স্বাধীন দেশের গণতন্ত্রকে ৩০ ডিসেম্বর ২০১৮ সালে অনুষষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগনের কাছে পুনরুদ্ধার করে ফেরৎ দিয়েছেন বলে অভিমত প্রকাশ করেন।
বিএনপি-জামাত ও তার দোসরদের বিরুদ্ধে সবসময় সতর্ক অবস্থানে থেকে মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত বাংলাদেশ আওয়ামীলীগের সাথে সবসময় সকল নেতা-কর্মীসহ সবাইকে থাকার নির্দেশনা দেওয়া হয়।
Development by: webnewsdesign.com