ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের পক্ষ থেকে রানীশংকৈল উপজেলাধীন সোহদোর গ্রামের নিজামুদ্দিনের ছেলে প্রতিবন্ধী ভিক্ষুক নবাব আলীকে একটি হুইলচেয়ার উপহার হিসেবে প্রদান করেছেন।
এসময় উপস্থিত ছিলেন এজেন্ট ব্যাংকিংয়ের রানীশংকৈল শাখার পরিচালক ইয়াদুর রহমান, বন বিভাগের কর্মচারী সাদেকুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার সহ স্থানীয় ব্যক্তিগণ।
এসময় জানা যায় প্রতিবন্ধী নবাব আলী প্রায় ২০ বছর আগে মাঠে কাজ করতে যাওয়ার সময় বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে এক পা এবং দুই হাত কেটে যায়।
তিনি বর্তমানে এক ছেলে ও এক মেয়ের জনক তিনি খুব মানবেতর জীবনযাপন করে আসছেন দীর্ঘ দিন ধরে। তিনি কিছু কর্ম করতে না পারায় ভিক্ষাবৃত্তির কাজ বেছে নিতে বাধ্য হয়েছেন। তার এক ছেলে আকাশ আলী উপজেলার আবাদতাকিয়া কামিল মাদ্রাসার অষ্টম শ্রেনীর ছাত্র মেয়ে রুবিনা আক্তার মহিলা হাফেজি মাদ্রায় পড়াশোনা করেন।
তার এই প্রতিবন্ধী জীবন যাপনের কারণে এবং কর্ম ক্ষমতা না থাকায় ভিক্ষাবৃত্তিতে সাহায্য করে থাকেন তার স্ত্রী। এসময় ব্যাংক এশিয়ার রানিশংকৈল শাখার এজেন্টর পরিচালক ইয়াদুর রহমানের দৃষ্টিগোচর হয় নবাব আলীর কষ্টের জীবন।তিনি এক চাকা বিশিষ্ট একটি কাঠের গাড়িতে কষ্ট করে ভিক্ষাবৃত্তি কাজ করেন শহর এবং গ্রামগুলোতে।
এ সময় নবাব আলী বলেন আমি এই হুইলচেয়ার টি পেয়ে খুবই আনন্দিত এবং খুশি হয়েছি আমাকে কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দিলে হয়তো আমার ছেলে মেয়েকে আমি ভালোভাবে পড়াশোনা এবং মানুষ করেতে পারবো।