রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সন্দেহ ভাজন জাল ভোট দিতে এসে রনি নামে এক যুবককে আটক করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।আটক যুবক উপজেলার দোশিয়া গ্রামের রনি বলে জানা গেছে। আটকক্রত রনি জানালেন নৌকা সমর্থক একজন আমাকে একটি ভোটের নাম্বারটির স্লিপ দিয়ে ভেতরে পাঠায়। সকাল ১০টায় জেলার রাণীশংকৈল পৌরসভায় ভোট গ্রহণ শুরুর ২ ঘন্টা পরেই দি সানরাইজ কিন্ডারগার্টেন কেন্দ্রে এ ঘটনা ঘটে।রবিবার সকাল থেকে রাণীশংকৈল পৌরসভার ভোট গ্রহণ শুরু হয়েছে। রাণীশংকৈল পৌরসভায় ৯টি কেন্দ্রে ভোটণ গ্রহণ কার্যক্রম চলছে।আইনশৃঙ্খলা রক্ষায় ভোট কেন্দ্রগুলোতে ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্বাবধানে ১ প্লাটুন বিজিবি র্যাবের ৩টি টিমসহ পুলিশ আনসার বাহিনীর সদস্যরা নিয়োজিত আছে।পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৭’শ ২ জন। যার মধ্যে নারী ভোটার ৭ হাজার ৩’শ ১২ জন এবং পুরুষ ভোটার ৭ হাজার ৩’শ ৯০ জন।
Development by: webnewsdesign.com