ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গত ১৩ ফেব্রুয়ারি শনিবার পৌর নির্বাচনকে কেন্দ্র করে পুলিশি ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এদিন সকালে থানা চত্বরে অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার সার্কেল (রাণীশংকৈল) তোফাজ্জুল হোসেন। এ ছাড়াও রাণীশংকৈল থানা ওসি তদন্ত আব্দুল লতিফ সেখ, রাণীশংকৈল থানা স্টাফসহ সদর থানা, রালিয়াডাঙ্গী, পীরগঞ্জ ও হরিপুর থানার পুলিশ কর্মকর্তা, কন্সট্যাবল ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পৌর নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবার জন্য উপস্থিত সকলকে সাহসিকতার সাথে অর্পিত দায়িত্ব পালনে সর্বোচ্চ ভুমিকা রাখার নির্দেশ প্রদান করেন।
Development by: webnewsdesign.com