
মাসুদ রানা, সিনিয়র রিপোর্টারঃ | মঙ্গলবার, ০২ আগস্ট ২০২২ | প্রিন্ট
রাজধানীর শান্তিনগরে ফিতা কেটে গ্রান্ড ওপেনিং করেন "ইভা বিউটি কর্নার"
-প্রতিনিধি
গত ৩০ জুলাই রাজধানীর শান্তিনগরে শুভ উদ্বোধন হয়ে গেলো বর্তমান সময়ের জনপ্রিয় নারী উদ্যাক্তা বিউটি এক্সপার্ট ইভা বিউটি কর্নার এন্ড লাক্সারী পার্লার । উক্ত বিউটি এক্সপার্ট কোহিনূর আক্তার ইভা কেক কেটে শুভ উদ্বোধন করেন মিডিয়া ব্যক্তিত্ব,সংবাদপাঠক,উপস্থাপিকা ও কবি ফারজানা করিম ।
এসময় আরও উপস্থিত ছিলেন ফরাজী হাসপাতাল লিঃ এর চেয়ারম্যান ডাঃ আনোয়ার ফরাজী ইমন, মানহা গ্রুপের চেয়ারম্যান ড.মুহিব আহমেদ শাহিন, আরিয়ান ডট কমের সিইও সংগীত শিল্পী রবিন আহমেদ,ওয়েবের প্রেসিডেন্ট রূপা আহমেদসহ ওয়েবনারী নেতৃবৃন্দ ও বিশিষ্টগন্যমান্য ব্যক্তিবর্গ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া করেন কহিনূর আক্তার ইভা’র শ্রদ্ধেয় পিতা কেক কেটে শুভ কামনা করেন । ইভা বিউটি কর্নার তার আপন মহিমায় এগিয়ে যাক, সফলতায় উজ্জীবিত হোক।
Posted ২:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ আগস্ট ২০২২
dhakanewsexpress.com | Masud Rana