বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০ |
৭:৩৬ অপরাহ্ণ | 297 বার
যে হাত একদিন চাঁদ ছুঁতে ছেয়েছিল
সে হাত ছুঁয়ে গেলো মেঘ;
ফোটা ফোটা কালো বৃষ্টি ঝরিয়ে,
জগতের তাতে কিবা আসে যায়
শুধু অযথা সামনে এসে দাঁড়ায় প্রশ্নচিহ্ন
চাঁদ কি মেঘের আড়ালে হারিয়ে গেলো?
যে ঠোঁট ছিল শ্যাম্পেইনের মত সুস্বাদু
যে চোখ ছিল বেঁচে থাকার মত দামী
সে ঠোঁট এখন স্বাদহীন,
সে চোখ এখন প্রতিদিনের মৃত্যু।
এখন আর আষাঢ় আসে না
কদমের ঘ্রাণ নিয়ে;
এখন শুধু প্রতিদিনই জবুথবু শীত,
প্রতিদিনই তোলপাড়
প্রতিদিনই ভাঙচুর।
বিগত বসন্ত সবই ছিল ভুলে ভরা,
কিভাবে কাটাবে আগামী বসন্ত
একটি মাত্র আঙুল পাঠ করে?
যদি সেটা হয় আমার আঙুল
ব্যথায় বিবর্ণ ফুল?