ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশের অভিযানে ৩৫ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে (০১ জানুয়ারী) শুক্রবার রাতে আটক করেছে তারাকান্দা থানা পুলিশ ।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়েরে সোহেলের নির্দেশে এস আই আব্দুস সবুর সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বিসকা ইউনিয়নে মাহতাব উদ্দিনের ছেলে মোঃ দুলাল মিয়া (৩৮) এবং কাকনিকুনা গ্রামের জালাল উদ্দিনের ছেলে মোঃ রফিকুল ইসলাম রবি (৩০) কে দুলাল মিয়ার বাড়ি থেকে গতকাল রাতে আটক করেছে ।
এ সময় তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় । তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীদের আজ শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
Development by: webnewsdesign.com