মাগুরায় আজ নতুন করে ৮জন করোনা সনাক্ত হয়েছে মাগুরা জেলায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত রোগীর সংখ্যা। এ নিয়ে মাগুরা জেলায় মোট করোনা রোগী শনাক্ত হলো ৭২জন। আজ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৩৬ জন । এ পর্যন্ত মাগুরা জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ২ জন।
মাগুরা সিভিল সার্জন ডা: প্রদিপ কুমার সাহা জানান, জেলায় নতুন ৮ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া আট জনের মধ্যে ৫জনের বসোবাস মাগুরা পৌর এলাকায়। তাদের মধ্যে জেলা ও দায়রা জজ এর বাংলোর ২জন সদস্য, অন্য তিনজন শহরের খানপাড়া, স্টেডিয়াম পাড়া ও পুলিশলাইন পাড়ার বাসিন্দা । বাকি তিনজনের মধ্যে ২জন মাগুরা মহম্মদপুর উপজেলার দিঘা ইউনিয়নের ভাটরা গ্রামের ও মহম্মদপুর সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দ । এছাড়া মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের গোপালগ্রামে ১জন করোনা আক্রান্ত হয়েছে আজ। তাদের সবাইকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, আজ ২৫জনের প্রাপ্ত রিপোর্টের মধ্যে করোনা পজেটিভ হয়েছে ৮ জনের। মাগুরায় এখন পর্যন্ত মোট করোনা সনাক্ত হয়েছে ৭২ জন। তাদের মধ্যে মাগুরা সদরে ৪৪ জন, শ্রীপুরে ১১ জন, শালিখায় ৭ জন, মহম্মদপুরে ১০ জন। মাগুরা সদরে ১ জন ও শ্রীপুরে ১জনসহ মারা গেছে ২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৩৬ জন। আক্রান্তদের মধ্যে ৩৪ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
Development by: webnewsdesign.com