ভোটগ্রহণে অনিয়মের বিভিন্ন অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। এর আগে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও প্রগতিশীল ছাত্রজোট, ছাত্র ফেডারেশন ও স্বাধিকার স্বতন্ত্র পরিষদও ভোট বর্জনের ঘোষণা দেয়।
সোমবার ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলার সময় দুপুর পৌনে দুইটায় মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মোস্তাফিজুর রহমান।
এর আগে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও প্রগতিশীল ছাত্রজোটও মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেয়। এ সময় তাদের সাথে সংহতি জানিয়ে ভোট বর্জনের ঘোষণা দেয় ডাকসু নির্বাচনে অংশ নেয়া স্বতন্ত্র প্রার্থীদের জোট ‘স্বতন্ত্র স্বাধিকার পরিষদ’ ও ছাত্র ফেডারেশন।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |
Development by: webnewsdesign.com