জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী উপহার হিসেবে দেশজুড়ে ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ আধাপাকা বাড়ি।
আগামীকাল শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সকল উপজেলায় একযোগে এসব ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।
আনুষ্ঠানিক উদ্বোধনের পর এসব ঘরের জায়গার কবুলিয়ত, সনদ ও খারিস তুলে দেয়া হবে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহি অফিসার মোঃ আরিফ হোসেন তাদের স্ব স্ব সম্মেলন কক্ষে আয়োজন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। আমাদের প্রতিদিনের পাঠানো এ সংক্রান্ত রিপোর্ট- পঞ্চগড়ের মুজিব বর্ষ ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক সম্মেলন কেন্দ্রে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডক্টর সাবিনা ইয়াসমিন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুরর স্বপ্ন বাস্তবায়ন করতে মুজিববর্ষে একজন মানুষও ভূমিহীন থাকবে না। প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে সকল ভূমিহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।
Development by: webnewsdesign.com