
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২১ নভেম্বর ২০২২ | প্রিন্ট
ভারতের লোকসভার ডেপুটি স্পিকারের হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করলেন বাংলাদেশের প্রতিনিধিগণ
-প্রতিনিধি
১৯ ও ২০ নভেম্বর ২০২২ দুইদিন ব্যাপী ড.রামমনোহর লোহিয়া গবেষণা প্রতিষ্ঠান,নিউ দিল্লির আয়োজনে ভারতের আসাম রাজ্যের গুয়াহাটী পান বাজারে অবস্থিত কটন কলেজ এ গোলাপ বরবরা- ড.বীরেন্দ্র কুমার ভট্টাচার্য মঞ্চ কলাগুরু বিষ্ণু প্রসাদ প্রেক্ষাগৃহে উত্তর-পূর্ব ভারতের ড. রাম মনোহর লোহিয়ার কার্যবলীর ৬৫তম বর্ষপূর্তি অনুষ্ঠান উর্বসীয়মর ৩য় রাস্ট্রীয় বিচার মন্থন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
এতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি লাভলী ইয়াসমিন ও বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন।
অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিদেরকে ভারত লোকসভার ডেপুটি স্পীকার সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেন।
Posted ১০:৫৯ অপরাহ্ণ | সোমবার, ২১ নভেম্বর ২০২২
dhakanewsexpress.com | Masud Rana