ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন কুজিশহর গ্রামে পারিবারিক কলহলের জেরে ফুটন্ত ভাতের হাড়ি ঢেলে সারথী রাম (২২) নামে এক গৃহবধূর শরীর ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে তার শাশুড়ি রজ বালা রাম ও ননদ দীপালী রামের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত সারথি রামকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সারথি রাম জানান, রবিবার বাসন ধোয়া নিয়ে কথাকাটাকটির একপর্যায়ে শাশুড়ি বটি দিয়ে মাথায় কোপ দেয়। পরে তার মাথায় গরম পানি ঢেলে দেন শাশুড়ি ও ননদ। এর ফলে শরীরে একটি অংশ পেট এমনকি হাতটি ঝলসে গিয়েছে । গতকাল ১৫ ফেব্রুয়ারি সকালের দিক এই ঘটনাটি বলে জানা যায় । পরবর্তীতে তাকে সাথে সাথেই চিকিৎসা করার জন্য আটোয়ারী উপজেলা হাসপাতালে নেয়া হয় । আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ এ কে এম সানোয়ার হুদা জানান, আহত সারথি রামের পেট ও হাত ঝলসে গেছে। তার চিকিৎসা চলছে। রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত সারথি রামের চিকিৎসার জন্য আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
Development by: webnewsdesign.com