করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ১৫ দোকানদারকে ৫০ হাজার ও একজন ব্যক্তির মাস্ক না পড়ায় ২০০ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
নির্ধারিত সময়ের পরে সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় ও মাস্ক না পড়ায় এ জরিমানা আদায় করা হয়।
বুধবার বিকেল ৫টার দিকে বীরগঞ্জ পৌর শহরের অভ্যন্তরে উল্লাস মোড়, বলাকা মোড়, গোলাপগঞ্জ রোড ও সুইস গেট মোড় সহ গোলাপগঞ্জ হাট ও সাতোর ইউনিয়নের বটতলী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইয়ামিন হোসেন ।
Development by: webnewsdesign.com