দিনাজপুরের বীরগঞ্জে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) বীরগঞ্জ জোন দপ্তরের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ আগষ্ট ) দুপুর সাড়ে ১২ টায় বীরগঞ্জ পৌরশহরের দক্ষিণ সুজালপুর কেন্দ্রীয় গোরস্থান নূরানী ও হাফেজিয়া আবাসিক এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গনে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের বীরগঞ্জ উপজেলার সহকারী প্রকৌশলী মো.কাজিমুদ্দীনের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সির (ভার্চুয়াল) মাধ্যমে শুভ উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও রাজশাহী বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মো.আকরাম হোসেন চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমডিএ দিনাজপুর রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মো.নুর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও অত্র মাদ্রাসার সভাপতি আব্দুস সালাম সরকার, পৌরসভার কাউন্সিলর ও অত্র মাদ্রসার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল-হাবীব মামুন, অত্র মাদ্রসার সহ সভাপতি আলহাজ্ব মো.মোজাম্মেল হক। পরে বৃক্ষরোপণ শেষে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদতবার্ষিকী ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Development by: webnewsdesign.com