দিনাজপুরের বীরগঞ্জে নিজ বাড়ীর মাটির দেওয়াল ভেঙ্গে ফেলার সময় দেওয়াল চাপা পড়ে রহিমা বেগম (৪৬)নামে এক নারীর মৃত্যু হয়েছে। রহিমা বেগম উপজেলার সাতোর ইউনিয়নের বড় বটতলী গ্রামের মোঃ মজিবর রহমানের স্ত্রী। বুধবার দুপুর ১টায় নিজবাড়ীতে মাটির ঘরের দেওয়াল ভেঙ্গে ফেলার সময় এ ঘটনা ঘটে। রহিমা বেগমের ছেলে মোঃ আব্দুর রহিম জানান, পাকা বাড়ি নির্মাণের জন্য মাটির বাড়ীর দেওয়াল ভেঙ্গে ফেলা হয়। দেওয়াল ভেঙ্গে ফেলার সেখানে দাঁড়িয়ে ভাঙ্গার কাজ দেখছিলেন তাঁর মা রহিমা বেগম। দেওয়াল ভাঙ্গার এক পর্যায়ে মাটির দেওয়ালে চাপা পড়ে যান রহিমার বেগম। পরিবারের লোকজন তাকে তাৎক্ষণিক ভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাবে মৃত ঘোষনা করেন।
Development by: webnewsdesign.com