দিনাজপুরের বীরগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নরেশ ঘোষ (৫৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়। নরেশ ঘোষ উপজেলার সাতোর ইউনিয়নের ২৫মাইল গোয়ালপাড়া গ্রামের মৃত নরেন্দ্র ঘোষের ছেলে। রবিবার বিকেল ৩টায় একই এলাকার নর্তনদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন তিনি। সাতোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম শেখ জানান, বিকেল বাড়ীর পাশে নর্তনদীতে গোসল করতে নামে ২৫মাইল গোয়ালপাড়া গ্রামের মৃত নরেন্দ্র ঘোষের ছেলে নরেশ ঘোষ। গোসলের এক পর্যায়ে প্রচন্ড স্রোতে গভীর পানিতে তলিয়ে যান তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে উপজেলা ফায়ার ষ্টেশনকে সংবাদ প্রদান করা হয়। সংবাদ পেয়ে ফায়ার ষ্টেশনের একদল সদস্য উদ্ধার কাজে অংশ গ্রহণ করে। বীরগঞ্জ ফায়ার ষ্টেশনের সাব অফিসার মসলেম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার ষ্টেশনের সদস্যরা নিখোঁজ নরেশ ঘোষকে উদ্ধারের জন্য রংপুর ডুবুরী দলের সহযোগিতার চেয়ে বার্তা প্রেরণ করে। পরে সন্ধ্যা ৬টার ডুবুরী দল এসে উদ্ধারের অভিযান চালান। প্রচন্ড স্রোতে কারণে রাত সাড়ে ৯টা পর্যন্ত উদ্ধার কাজ করেও নরেশ ঘোষের লাশ পাওয়া যায় নি।
Development by: webnewsdesign.com