গত মঙ্গলবার সাড়ে ১০ টা থেকে বুধবার সারাদিন দিনাজপুরের বীরগঞ্জে একাধারে টানা বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবার বিকেলে এক-দুই ঘন্টা বৃষ্টি থামলেও সন্ধ্যা থেকে আবার শুরু হয় বৃষ্টি। টানা বৃষ্টির কারণে বেড়েছে ঢেপা নদীর পানি ও নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। লাগাতার বৃষ্টিতে খেটে খাওয়া শ্রমজীবী মানুষগুলো চরম দুর্ভোগে পড়েছে । গত কয়েকদিন ও বুধবার রাতভর প্রচ- বৃষ্টির কারণে উপজেলার সুজালপুর ইউনিয়নের বর্ষা নামকস্থানে নির্মাণাধীন ব্রিজ পাশ্বের রাস্তা ভেঙে জনসাধারণের চলাচলের বিঘ্ন ঘটলে বৃস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন উক্ত এলাকা পরিদর্শন করে দ্রুত সমাধানের আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কর্মকর্তা মো.ছানাউল্লাহ্।
Development by: webnewsdesign.com