দিনাজপুরের বীরগঞ্জে গুডনেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির আয়োজনে বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় বীরগঞ্জ সিডিপির অফিস প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরিধানপূর্বক দিবসটি আয়োজন করা হয়। গুডনেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির ম্যানেজার মি: বিধান মন্ডল এর সভাপতিত্বে উপস্থিত বক্তারা জাতীয় সমবায় দিবসের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন। উক্ত দিবসে উপস্থিত ছিলেন বীরগঞ্জ সু-প্রতিবেশী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোছাঃ তাহমিনা বেগম, সম্পাদক গীতা বর্মন, আইজি অফিসার লিটন কুমার দেবনাথ, বীরগঞ্জ সিডিপির সিডিসি সভাপতি প্রফুল্ল কর্মকার এবং অন্যান্য অফিস স্টাফ বৃন্দ সহ মোট ৫০ জন সমবায়ের সদস্য, স্বেচ্ছাসেবক ও অফিস স্টাফ অংশগ্রহন করেন। পরিশেষে বিশেষভাবে ৩ জনকে সেরা সমবায় সদস্য হিসেবে পুরস্কার প্রদান করা হয়।
Development by: webnewsdesign.com